স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কর্নার

বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় অর্জনের ৫০ বছর পূর্তি


সুবর্ণজয়ন্তী কর্নার

জাতীর পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের শুভ মুহূর্তে আসুন আমরা প্রতিজ্ঞা করি, সকল ভেদাভেদ ভুলে আমরা জনগণের মঙ্গলের জন্য কাজ করব।


-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

About College bangladesh50.gov.bd
speech

প্রফেসর মোঃ গোলাম জাকারিয়া

অধ্যক্ষ

কুইন আইল্যান্ড অব বাংলাদেশ খ্যাত ভোলা জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ভোলা সরকারি কলেজ দক্ষিণ বাংলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ। 1662 সালে প্রতিষ্ঠিত কলেজটি দেশের শিক্ষার মানোন্নয়নে অন্যতম অংশীদার হিসেবে সর্বজন সমাদৃত। মহান মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে বাংলার সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি সত্যনিষ্ঠ প্রজন্ম তৈরিতে এই শিক্ষাঙ্গন গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও ভিশন-2021 বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে কলেজের প্রতিটি ক্লাসরুম মাল্টিমিডিয়াসহ আধুনিক শিক্ষা উপকরণ দ্বারা সজ্জিত করা হয়েছে। পাঠ্যপুস্তুকের জ্ঞানার্জন ও বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মানবসম্পদে পরিণত করা এই কলেজের প্রধান লক্ষ্য। কলেজ প্রশাসনের আন্তরিক ব্যবস্থাপনা ও শিক্ষকদের যুগোপযোগী পাঠদান প্রক্রিয়া কলেজের উচ্চ মাধ্যমিক, . . . Read more

Institute Image

About Institute

ভোলা সরকারি কলেজ প্রতিষ্ঠা ও ক্রম বিবর্তন: . . বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলার অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে ভোলার কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তির উদ্যোগে 16.09.1962 খ্রিষ্টাব্দে একাদশ বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগ নিয়ে বেসরকারিরূপে ভোলা কলেজ প্রতিষ্ঠিত হয়। 1963-1964 শিক্ষাবর্ষে কলেজটিতে স্নাতক (পাস) কোর্স চালু হয়। 1979 সালের 7 মে কলেজটিকে জাতীয়করণ করা হয়। বর্তমানে কলেজে 16টি বিষয়ে অনার্স, 13টি বিষয়ে মাস্টার্স, 4টি বিষয়ে প্রিলিমিনারী (মাস্টার্স) ও 2টি বিষয়ে প্রাইভেট মাস্টার্স কোর্স চালু রয়েছে। আরও কয়েকটি বিষয়ে অনার্স এবং মাস্টার্স কোর্স চালুকরণ প্রক্রিয়াধীন। . 1962 সালে কলেজটি প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়ে ক্লাসসমূহ অনুষ্ঠিত হতো বর্তমানের আবদুর রব মাধ্যমিক বিদ্যালয়ে। অতঃপর ভোলার শিক্ষানুরাগী ব্যক্তিদের অক্লান্ত ও নিরলস প্রচেষ্টায় কলেজের নামে ক্রয়কৃত জমিতে টিনের ঘর (বর্তমানে তা ছাত্রাবাস) নির্মাণ করে কলেজটির কার্যক্রম পুরোমাত্রায় চালু হয়। 1966-1967 খ্রিষ্টাব্দে পাকা ভবন (বর্তমানে কলেজ ভবন) নির্মাণ করে কলেজের প্রশাসনিত ও শিক্ষা কার্যক্রম এই ভবনে স্থানান্তর করা হয় এবং টিনের ঘরগুলোকে ছাত্রবাস রূপ দেয়া হয়। পরবর্তী সময়ে পাকা ভবনটিকে বিভিন্ন ধরনের সংস্কার করে বর্তমান রূপ দেয়া হয়েছে। . কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচি ও পরীক্ষাসমূহ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপস্তুক বোর্ড এবং স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও মাস্টার্স (শেষ পর্ব) পর্যায়ের পাঠ্যসূচি ও পরীক্ষাসমূহ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে।

Notice Board

Recent Picture

Academic Calendar